স্মার্টফোনই এবার ড্রাইভিং লাইসেন্স
লাইসেন্স সঙ্গে না রাখার কারণে প্রায়ই জরিমানা গুণতে হয় গাড়িচালকদের। একই কারণে আইনের নানা প্যাঁচে পড়ে ট্রাফিক-সার্জেন্টদের হাতে হেনস্তা হওয়ার ঘটনাও ঘটে।
এখন থেকে কাগজের ওই ড্রাইভিং লাইসেন্স সঙ্গে না রাখলেও কোনো ধরনের ঝামেলায় পড়তে হবেনা ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার গাড়িচালকদের।
তাদের জন্য তৈরি হয়েছে ‘আরটিএ এম-ওয়ালেট’ নামে একটি মোবাইল অ্যাপ। যার মাধ্যমে ড্রাইভাররা তাদের স্মার্টফোনে ওই লাইসেন্স সংরক্ষণ করতে পারবেন।
শুক্রবার (০১ এপ্রিল) থেকে অ্যাপটি চালু করেছে তেলেঙ্গানা সরকার। যার মাধ্যমে কাগজের লাইসেন্স বহন না করে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ভেহিক্যাল সম্পৃক্ত যেকোনো তথ্য সংরক্ষণ করা যাবে।
মন্তব্য চালু নেই