স্বৈরতন্ত্রকে পাকাপোক্ত করা হচ্ছে : খালিকুজ্জামান

গণমাধ্যম ও বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের মাধ্যমে এ সরকার স্বৈরতন্ত্রকে পাকাপোক্ত করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক কমরেড খালিকুজ্জামান।

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ অভিযোগ করেন তিনি।

খালিকুজ্জামান বলেন, ‘সরকার নীতিমালা করার মাধ্যমে বেসরকারি টেলিভিশনগুলোকে বিটিভি বানানোর চেষ্টা করছে। যেখানে সারাদিন আওয়ামী লীগের গুণকীর্তণ গাওয়া হয়। দেশের জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় না।’

অভিযোগ করে তিনি বলেন, ‘যে নীতিমালা তৈরি করা হচ্ছে, সেখানে কারা টেলিভিশনের লাইসেন্স পাবে, সাংবাদিকদের নিরাপত্তা ও তাদের বেতন কাঠামোর বিষয়ে কিছু বলা হয়নি। তাহলে এটা কিসের নীতিমালা?’

সংসদের হাতে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা দেয়া প্রসঙ্গে প্রবীণ এ রাজনীতিক বলেন, ‘একজন বিচারপতি কোন যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে, এরকম কোনো সুনির্দিষ্ট আইন বাংলাদেশে নেই। কিন্তু সরকার সেদিকে নজর না দিয়ে সংসদ সদস্যদের হাতে বিচারপতিদের অপসারণের ক্ষমতা দিচ্ছে। এতেই প্রমাণিত হয় এ সরকার স্বৈরতন্ত্র শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করছে।’

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, সিপিবির কেন্দ্রীয় নেতা আবদুল কাদের, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ, রাজিকুজ্জামান রতন প্রমুখ।



মন্তব্য চালু নেই