স্বীকৃত নাস্তিকরাই খালেদার বক্তব্য লেখে

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার আশেপাশে কিছু স্বীকৃত নাস্তিক আছে। এসব স্বীকৃত নাস্তিকরাই তার বক্তব্য লিখে দেয়।
সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বীর উত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি থেকে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনিপর নেতারাসহ অন্যান্য দল নির্বাচন এলেই ইসলামের লেবাস ধারণ করে। তাদের বিরুদ্ধে স্বোচ্চার থাকতে হবে। ধর্ম নিয়ে যারা ব্যবসা করে তাদের সঙ্গে জোট বেঁধেছে বিএনপি।’
প্রধানমন্ত্রীর পূর্বপুরুষরা আরবস্থান থেকে ইসলাম প্রচাররে জন্য এদেশে এসেছিলেন বলে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘শেখ হসিনার পূর্বপুরুষরা ধর্মপ্রাণ মোসলমান ছিলেন, তিনিও ধর্মপ্রাণ মোসলমান। কেউ ইসলামের বিরুদ্ধে কথা বললে তার বিষয়ে ব্যবস্থা নিতে শেখ হাসিনা কুণ্ঠাবোধ করেন না। আওয়ামী লীগ সকল ধর্মের স্বাধীনতায় যেমন বিশ্বাস করে, ঠিক তেমনই ইসলাম ধর্মের মানমর্যাদা ঠিক রাখতেও বদ্ধপরিকর।’
তিনি বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের বিরুদ্ধে আওয়ামী লীগ কার্যকরী পদক্ষেপ নিতে কখনো কুণ্ঠাবোধ করে না। সেটা দলের কার্যানির্বাহী সংসদের সভায় প্রমাণিত হয়েছে।’
সংগঠনের সভাপতি হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহ-সম্পাদক এমএ করিম, নগর আওয়ামী লীগ নেতা স্বপন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।



মন্তব্য চালু নেই