স্বামী-স্ত্রীর ভোট যুদ্ধ : চেয়ারে বসবেন কে?
ভোলা : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে এবার ভোট যুদ্ধে নেমেছেন স্বামী-স্ত্রী। স্বামী জাহিদুল হক শুভ’র প্রতীক আনারস আর স্ত্রী সানজিদা হকের টেলিফোন। ভোলা সদর উপজেলার ৮ নম্বর আলীনগর ইউনিয়নে তারা দুজনই স্বতন্ত্র প্রার্থী।
তবে জাহিদুল হক শুভ এলাকায় প্রচারণা ও গণসংযোগ চালালেও সানজিদা হকের কোনো প্রচারণা কিংবা গণসংযোগ লক্ষ্য করা যায়নি। এমনকি তার কোনো পোস্টারও এলাকায় চোখে পড়েনি।
স্থানীয়রা জানান, জাহিদুল হক শুভ মূলত স্ত্রীকে নির্বাচনী মাঠে ডামি প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন। নির্বাচনী প্রচারণায় স্ত্রী সানজিদা হকও ভোটারদের কাছে স্বামীর পক্ষে আনারস প্রতীকে ভোট চাইছেন। তারা একজন অন্যজনের প্রতিপক্ষ কিংবা প্রতিদ্বন্দ্বী নন।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী জাহিদুল হক শুভ বলেন, আমরা স্বামী-স্ত্রী চেয়ারম্যান পদে প্রার্থী হলেও অনেক সময় দুজনই একসঙ্গে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করি। আমাদের মধ্যে কোনো বিরোধ নেই, কিংবা আমার স্ত্রী আমার কোনো প্রতিপক্ষ না।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী সানজিদা হক বলেন, আমি আমার টেলিফোন প্রতীকেই ভোট চাচ্ছি। তবে পোস্টার কিংবা প্রচারণার বিষয়ে কোন মন্তব্য করেননি তিনি।
মন্তব্য চালু নেই