স্বামীর পর্ন আসক্তি কাটাতে সুপ্রিম কোর্টে স্ত্রী! ডিভোর্স নয়, কী চাইলেন?

তাঁর বিবাহিত জীবন নষ্ট হয়ে যাচ্ছে পর্নগ্রাফি সাইটের জন্য— সুপ্রিম কোর্টে এমনই অভিযোগ দায়ের করেছেন মুম্বইবাসী এক মহিলা। অভিযোগ অবশ্যই তাঁর স্বামীর বিরুদ্ধে।

সর্বভারতীয় একটি দৈনিকে প্রকাশিত এই খবর বেশ চাঞ্চল্য ফেলেছে দেশজুড়ে।

৩০ বছরের বিবাহিত জীবনে প্রায়শই ঝামেলা হচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে। এবং অশান্তির শুরু ২০১৫ সাল থেকে। যখন থেকে স্বামী কম্পিউটারে পর্নোগ্রাফি দেখা শুরু করেন। দুই সন্তান নিয়ে সুখেই দিন কাটছিল মধ্যবয়স্ক দম্পতির। কিন্তু এ কী উৎপাত!

তাই আর সময় ব্যয় না করে, সোজা সুপ্রিম কোর্টে অভিযোগ দায়ের করেন মহিলা। যাতে তড়িঘড়ি যাবতীয় পর্নোগ্রাফি সাইট ‘ব্লক’ করা হয় এ দেশে।

মহিলার মতে, সুখী গৃহস্থ জীবনের সবরকম রসদের পরেও যদি তাঁর মধ্যবয়স্ক স্বামী এই ধরনের ‘অবসিন’ সাইটের নেশায় পড়েন, তাহলে দেশের যুব সম্প্রদায়ের কী হাল হতে পারে!

অভিযোগকারিনী মহিলা নিজে একজন সমাজকর্মী। তাই স্বামীর কীর্তিতে সমাজের তরুণদের জন্য তিনি সিঁদুরে মেঘ দেখছেন।

ভারতীয় দণ্ডবিধি অনুয়ায়ী, এই ধরনের ওয়েবসাইট এ দেশে অবৈধ। কেন্দ্রীয় সরকার যাতে দ্রুত এই সমস্যায় হস্তক্ষেপ করে সাইটগুলি ব্লক করে, এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।



মন্তব্য চালু নেই