স্বামীকে শিক্ষা দিতে গিয়ে স্ত্রী কোটিপতি

স্বামী-স্ত্রী দু’জনের পছন্দ ভিন্ন। একজন পছন্দ করেন লটারির টিকিট কাটতে। আর অন্যজন তার বিরোধি।

শনিবার স্বামী তার স্ত্রীকে বলেছিলেন দুটি টিকিট কেটে রাখতে। স্ত্রী গ্লেন্ডা ব্ল্যাকওয়েলের লটারি কাটার বিরোধী। তার মতে, লটারিতে কেউ কখনও জিততে পারে না। লটারি কাটা মানে টাকা এবং সময় দুটিরই অপচয়। তাই স্বামীকে শিক্ষা দিতে, লটারি না কেটে, নিজের পছন্দের ১০ ডলারের একটি স্ক্র‌্যাচ কার্ড কেনেন গ্লেন্ডা। ‘‌আমি ওকে বোঝাতে চেয়েছিলাম লটারি কাটা মানে কেবল টাকা নষ্ট। দেখাতে চেয়েছিলাম লটারি থেকে কেউ টাকা পায় না।’

কিন্তু ওই কার্ডটি স্ক্র‌্যাচ করার পর অবাক হয়ে যান গ্লেন্ডা। দেখা যায়, প্রায় ৬ কোটি ৭০ লাখ টাকার পুরস্কার জিতেছেন তিনি। কর বাদ দিয়েও হাতে পাবেন প্রায় তিন কোটি টাকা।
লটারি জিতে উচ্ছ্বসিত গ্লেন্ডা বলেন, ‘‌এখন নিজের কথা নিজেকেই গিলতে হবে। তবে আমি খুশি। এই টাকায় পরিবারের জন্য অনেক কিছু করতে পারব।’

যাই হোক, আর লটারি নয়। ভবিষ্যতে স্বামীকে বেশি লটারি কিনতে দেবেন না সেটাও জানিয়েছেন ৫৭ বছর বয়সি এই মহিলা। তার মতে, বজ্রপাত কখনো এক জায়গায় দু’‌বার হয় না।‌‌



মন্তব্য চালু নেই