স্বামীকে বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে দিলেন দেবিনা বন্দ্যোপাধ্যায়!
দেবিনা বন্দ্যোপাধ্যায় ও গুরমিত চৌধুরী সম্প্রতি তাইল্যান্ডে গিয়েছিলেন ছুটি কাটাতে। কিছুদিন আগেই গুরমিতের জন্মদিন গিয়েছে। সেই উপলক্ষেই ক’টা দিন দেশের বাইরে বেড়াতে গিয়েছিলেন এই সেলিব্রিটি টেলি-দম্পতি। কিন্তু সেখানে গিয়ে বিরাট সমস্যার মধ্যে পড়লেন তাঁরা।
বেড়ানোর শেষ দিনে তাইল্যান্ডের একটি স্থানীয় বাজার থেকে কেনাকাটা করছিলেন দু’জনে। সেই সময়েই গুরমিতের ব্যাগটি হারিয়ে যায়। ওই ব্যাগে গুরমিতের ব্যক্তিগত জিনিসপত্র ছাড়াও ছিল প্রায় ৬০,০০০ টাকা। এছাড়া ছিল একটি সানগ্লাস যার দাম প্রায় ১ লক্ষ টাকার কাছাকাছি। গুরমিত যদিও ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই তাঁর ডেবিট ও ক্রেডিট কার্ড দু’টি ব্লক করে দেন তাই অ্যাকাউন্ট থেকে টাকা হাপিস করার কোনও সুযোগ নেই চোরেদের।
তবে মুশকিলটা হতে পারত পাসপোর্ট নিয়ে আর সেখানেই স্বামীকে বাঁচিয়ে দিলেন দেবিনা। স্বামীর পাসপোর্টটি তিনি নিজের কাছেই রেখেছিলেন। তাই গুরমিত সর্বস্ব খুইয়ে ফেললেও সেই দিনই দেশে ফিরতে সমস্যা হয়নি এই টেলি-দম্পতির! কিন্তু দেবিনা যদি সঙ্গে না থাকতেন তাহলে যে কী হতো গুরমিতের কে জানে!
মন্তব্য চালু নেই