স্বামীকে তালাক দিয়ে ফের বিয়ে, নারীকে হত্যা

স্বামীকে তালাক দিয়ে অন্যজনকে বিয়ে করায় আজিজা (২৫) নামের এক আফগান নারীকে গুলি করে হত্যা করেছে তালেবান। খবর বিবিসির।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের বার্গিজ প্রদেশে গত শনিবার এ ঘটনা ঘটে।

আজিজার স্বামী বিদেশে থাকার সময়েই তাদের মধ্যে ছাড়াছাড়ির ঘটনা ঘটে। তবে দেশে ফিরে তিনি তালেবান পরিচালিত এক আদালতে স্ত্রীর পুনরায় বিয়ের বিপক্ষে অভিযোগ করেন।

পরে তালেবান সদস্যরা ওই নারীকে তার বাবার বাড়িতে ফিরে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করে। পরবর্তী সময়ে সেখানেই তাকে গুলি করে হত্যা করা হয়।

তবে স্থানীয় এক রাজনৈতিক নেতা নাসের নাজারি জানান, আজিজার স্বামী বিদেশে থাকাকালে এক স্থানীয় আত্মীয়ের মাধ্যমে তাকে তালাক দেন। কাজেই তিনি যে অভিযোগটি করেছেন তা ভিত্তিহীন।



মন্তব্য চালু নেই