স্বাধীনভাবে বাঁচবেন প্রিয়াংকা

বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া অনেকদিন থেকেই তার জন্য একটি বাসা খুঁজছিলেন। এতদিনে মনের মত বাসা খুঁজে না পেলেও তিনি ঠিক করেছেন তিনি তার পারিবারিক বাসা থেকে জুহুতে চলে যাবেন ও স্বাধীনভাবে থাকবেন।

ভার্সাভাতে পরিবারের সকলের সঙ্গেই থাকতেন প্রিয়াংকা চোপড়া। তবে প্রিয়াংকার মা মনে করেন প্রিয়াংকার এবার স্বাবলম্বী হওয়া উচিৎ এবং স্বাধীনভাবে বাঁচতে শেখা উচিৎ। তাই তিনি জুহুতে গিয়ে উঠছেন। তবে এটি নাকি প্রিয়াংকার স্বপ্নের বাংলো নয়। আর প্রিয়াংকাকে এত ভ্রমণের ওপর থাকতে হয় যে তিনি বাংলো কেনার থেকে প্লেন কেনাই ভালো মনে করছেন।

উল্লেখ্য, প্রিয়াংকা চোপড়া অভিনীত ‘দিল ধারকানে দো’ সিনেমাটি ব্যাপক প্রশংসিত হয়েছে। প্রিয়াংকাকে এরপরে ‘বাজিরাও মাস্তানি’ ও ‘গঙ্গাজল’ সিনেমায় দেখা যাবে।



মন্তব্য চালু নেই