স্বাধীনতা বিরোধীরাই ছিল জাসদের মূল শক্তি
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘স্বাধীনতা বিরোধীরাই জাসদের মূল শক্তি ছিল।’
রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস ২০১৪ উদযাপন উপলক্ষে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
স্মরণসভায় মন্ত্রী বলেন, ‘স্বাধীনতা বিরোধীরাই ছিলো জাসদের মূল শক্তি। যখন কোনো মিছিল মিটিং করতেন তখন তাদের মিছিলে স্বাধীনতা বিরোধীরাই থাকতো। কিন্তু তিনি (মুজিব) আশা করেননি যে তিনি কখনো কোনো বাঙ্গালির হাতে খুন হবেন। তিনি তখন ইচ্ছা করলে বঙ্গভবনে থাকতে পারতেন। তিনি থাকেননি। জনগণের প্রতি তার অনেক আস্থা ছিল।’
তিনি আরও বলেন, ‘সেদিন তারা বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করে। আল্লাহর রহমত সেদিন তার দুই কন্যা জীবিত ছিলেন।’
ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, ‘৪৪ বছরের স্বাধীনতার পরবর্তী সময়ে আওয়ামী লীগ মাত্র ১৪ বছর ক্ষমতায় ছিল। এই সময়ে দেশের অর্থনীতির অনেক উন্নতি হয়েছে। আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। আটশ টাকার ডলারের পরিবর্তে এখন মাথাপিছু আয় ১১শ ৯০ টাকা। আমরা নিজেদের অর্থায়নে সর্ববৃহৎ প্রকল্প হাতে নিতে পেরেছি। দেশ অগ্রগতির দিকে যাচ্ছে। কিন্তু স্বাধীনতা বিরোধীরা আজো চক্রান্ত করেই চলছে।’
আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বঙ্গবন্ধু মহিলা পরিষদের সভাপতি ডা. খালেদা খানম, বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক বলোরাম পোদ্দার প্রমুখ।
মন্তব্য চালু নেই