স্বাধীনতা দিবসকে ঘিরে ‘বিহঙ্গ’ ফ্যাশন হাউজের আয়োজন
স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে স্বাধীনতার রং লাল সবুজ’র ছোঁয়ায় টি-শার্ট রঙিন করেছে বিহঙ্গ। এবার স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বিহঙ্গ তাদের শোরুম সাজিয়েছে টি-শার্ট, পাঞ্জাবি, শর্ট পাঞ্জাবি, ফতুয়া দিয়ে। এছাড়াও বিহঙ্গে আপনি পাবেন লেডিস ফতুয়া, শাড়ি। ৪০ আজিজ সুপার মার্কেট (গ্রাউন্ড ফ্লোর), শাহবাগ, ঢাকা।
মন্তব্য চালু নেই