স্বাধীনতার ইতিহাস বিপন্নকারীদের কঠোরভাবে প্রতিহত করা হবে : ভূমিমন্ত্রী শরীফ

মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, যখনই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশে প্রযুক্তি জ্ঞানকে কাজে লাগিয়ে আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগ নিয়েছেন, তখনই স্বাধীনতার ইতিহাস বিপন্নকারী ষড়যন্ত্রকারীরা এদেশে নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াস চালিয়েছে। তিনি বলেন, স্বাধীনতার ইতিহাস বিপন্নের অপপ্রয়াসকারীদের রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে।

গতকাল বিকালে ঈশ্বরদীর রূপপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এসব কথা বলেন।

ভূমি মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক শাসন, জঙ্গি শাসন ও অপশাসনের কারণে এদেশ এগুতে পারেনি। স্বাধীনতা বিরোধী, সুষ্ঠু রাজনীতির বিপথগামী মতিউর রহমান নিজামী এসব জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে জিঁইয়ে রাখতে কিছু চ্যালা চামুন্ডা সৃষ্টি করে গেছেন। তারাই আজ এদেশের স্বাধীন ও সার্বভৌমত্বের অস্তিত্বকে বিলীন করতে জ্বালাও, পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে।

ভূমি মন্ত্রী বলেন, প্রযুক্তি জ্ঞানসম্পন্ন শিক্ষিত মেধাবী জাতি গঠনে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগুতে হবে। মন্ত্রী নবনির্মিত স্কুল ভবনের ফলক উন্মোচন করেন ও পরে বিজয়ী ক্রীড়াবিদদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

রূপপুর বালিকা উ”চ বিদ্যালয়ের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ রশিদউল্লাহর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম সেলিম, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মুখলেছুর রহমান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরীন পিয়া, বশির আহমেদ বকুল, ঈশ্বরদী থানা অফিসার ইনচার্জ বিমান কুমার উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই