স্বাক্ষর জাল করে বিএনপির নির্বাহী কমিটিতে দুই ব্যক্তি!
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে সৌদি প্রবাসী দুই ব্যক্তি নিজেদেরকে দলটির নির্বাহী কমিটির সদস্য পরিচয় দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
ওই দুই ব্যক্তি হচ্ছেন অধ্যাপক আ ক ম রফিকুল ইসলাম এবং মনির হোসেন। বিষয়টি সম্পর্কে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিএনপি।
বিএনপির সহ দপ্তর সম্পাদক মোঃ তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ আগস্ট বিএনপির মহাসচিব এবং সিনিয়র যুগ্ম মহাসচিবের স্বাক্ষর জাল করে একটি পত্রের মাধ্যমে ওই দুই ব্যক্তি বিএনপির সদ্য ঘোষিত জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে নিজেদের নাম প্রকাশ করে। বিষয়টি বিএনপির দলীয় গঠনতন্ত্রের প্রতি অশ্রদ্ধার। এটি উদ্দেশ্যপ্রণোদিত ও বড় ধরণের জালিয়াতি। এটি শাস্তিযোগ্য অপরাধ। উল্লিখিত ব্যক্তিদ্বয় বিএনপির কেউ নন এবং তাদের সঙ্গে বিএনপির কোন সম্পর্ক নেই।
গত ৬ আগস্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ এবং নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
স্থায়ী কমিটির সদস্য সংখ্যা ১৯ জন হলেও দুটি পদ ফাঁকা রেখে ১৭ জনের নাম ঘোষণা করা হয়। আর উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ৭৩ জন। এছাড়া ৫০২ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করে দলটি।
মন্তব্য চালু নেই