স্বস্তির ম্যাচের আগে ‘টিকিট চুরি’ নিয়ে অস্বস্তিতে পাকিস্তান

দীর্ঘ ৬ বছর পর পাকিস্তানে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। দেশটিতে এখন খুশির বন্যা বইছে। আজ রাত ৮টায় স্বস্তির ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে আফ্রিদিবাহিনী। কিন্তু স্বস্তির ম্যাচের আগে টিকিট চুরি নিয়ে অস্বস্তিতে পড়েছে পাকিস্তান।

সূত্র জানিয়েছে, লাহোরের পিসিবির অফিস থেকে পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজের ৬০০ টিকিট চুরি গেছে। এতে দেশটির সাধারণ দর্শকরা বেজায় খেপেছেন।

পাকিস্তানের পত্রিকা এক্সপ্রেস নিউজে জানানো হয়েছে, আজ (শুক্রবার) লাহোরে পিসিবির হেডকোয়ার্টার থেকে প্রায় ৬০০ টিকিট চুরি হয়েছে। যার প্রত্যেকটির মূল্য ১৫০০ রুপি। এই খবর পেয়ে পাকিস্তানের পুলিশ একটি অভিযান চালিয়ে আজম নামের এক ব্যক্তিকে আটক করেছে। লাহোর গুলবাগ এলাকায় অবৈধ টিকিট বিক্রি করছিল সে।

উল্লেখ্য, ২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর দীর্ঘ ৬ বছর ধরে পাকিস্তানে খেলতে যায়নি কোনো টেস্ট খেলুড়ে দেশ। জিম্বাবুয়েকে বুঝিয়ে-শুনিয়ে শেষ পর্যন্ত ঘরের মাঠে আনতে পেরেছে পিসিবি। এই সফরে পাকিস্তানের বিপক্ষে ২টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে খেলবে জিম্বাবুয়ে।



মন্তব্য চালু নেই