স্বর্ণের দাম ভরিতে বাড়ল ১২২৫ টাকা
দুইদফা দাম কমার পর আবারও বাড়াল স্বর্ণের দাম। এবার ভরিতে (২২ ক্যারেট) এক হাজার ২২৫ টাকা বাড়িয়ে ৪২ হাজার ৫১৫ টাকা ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বুধবার থেকে এই দাম কার্যকর হবে বলে সোমবার বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বুধবার থেকে ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হবে ৩ হাজার ৬৪৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম ৩ হাজার ৪৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ২ হাজার ৮৯৫ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম এক হাজার ৯৪৫ টাকা।
এর আগে গত বছরের ৫ ডিসেম্বর ও ৯ নভেম্বর এক হাজার ২২৫ টাকা করে টানা দুইবার স্বর্ণের ভরিতে দাম কমানো হয়।
মন্তব্য চালু নেই