স্বর্ণের চেইন বিশিষ্ট ঘড়ি ব্যবহার করা যাবে কিনা?

আমরা জানি সোনার অলংকার ব্যবহার করা পরুষের জন্য হারাম। আমরা যদি সোনার অলংকার ব্যবহার না করে ঘড়ির চেন সোনার ব্যবহার করি সে ক্ষেত্রে কি ইসলামী শরীআতে জায়েয হবে?
ইসলামের বিধান হলো পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। এই ভাবে যদি সোনা ব্যবহার করা হয় তাহলেও সোনা ব্যবহার করা জায়েয হবে না। [আযীযুল ফাতাওয়া ৭৪৮]
মন্তব্য চালু নেই