স্বপ্ন তার লোকগানে

গান নিয়ে শারমীন সুমি’র বাবা মেয়েকে একটা কথা বলেছিলেন। কথাটা এমন, ‘একদিন তোর গানে হিরো হিরোইন পারফর্ম করবে। দেশের সবার মুখে মুখে চিরদিন সেসব গান থাকবে।’

বাবা’র কথার প্রথম অংশ এখন বাস্তব। সুমি’র গাওয়া গানে হিরোইনরা ঠোঁট মেলান, নাচেন। অপেক্ষা এখন দ্বিতীয় অংশের। গানগুলো যেন জনপ্রিয় হয়, মানুষের মুখে মুখে ফেরে।

তবে অপেক্ষার অবসান সহসা-ই হচ্ছে না। কারণ সুমি’র গাওয়া গানের কোন সিনেমা-ই এখনো মুক্তি পায়নি। অথচ ইতিমধ্যে নয়টি ছবিতে প্লেব্যাক করা হয়ে গেছে! হাতে আছে আরো বেশ ক’টি।

প্লেব্যাক করা সিনেমাগুলোর মধ্যে আছে ‘নাকফুল’, ‘মাঝ রাতের পিরিতি’, ‘প্রেমের বাণী’, ‘ভালোবাসার নেশা’, ‘মিস্টার পারফেক্ট’, ‘ভালোবেসে দোষ কি তাতে’, ‘মনপাখি’। চলতি বছর থেকে একে একে মুক্তি পাবে সিনেমাগুলো। শারমীনের গাওয়া সবগুলো গানের সুর-সঙ্গীত করেছেন আলাউদ্দিন হক।

ডুয়েট, সলো মিলিয়ে রোমান্টিক মেলোডি ধারার গানই বেশি। এর মধ্যে দুটি আছে আইটেম সং। একটা গান নিয়ে তো দারুণ আশাবাদী শারমীন। মনপাখি সিনেমার গানটির কথা- ‘ইস্টিশনে ইস্টিশনে উঠাই প্যাসেঞ্জার, করি ঝাকানাকা প্রেমের কারবার’।

ব্যক্তি শারমীন সুমি অবশ্য গানের কথার চেয়ে ভিন্ন চিন্তার মানুষ। একজন গায়িকা পরিচয়ের চেয়ে একজন সঙ্গীত ব্যক্তিত্ব হওয়ার ভাবনা তার বেশি। ছোটবেলা থেকেই গান শিখছেন, শেখার মধ্যে আছেন এখনো। ছায়ানটে ফোক মিউজিক নিয়ে পড়ছেন বর্তমানে।

এ বিষয়ে শারমীন সুমি বলেন, ‘লোকসঙ্গীতের অনেক কিছু এখনো আমাদের কাছে অজানা। এগুলো হারিয়ে যাচ্ছে, আবার যেগুলো আছে সেগুলো ঠিকভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে না। পালা গান প্রায় হারিয়েই গেছে। কবি গানের চর্চা নেই। সবমিলিয়ে দেখলাম লোকসঙ্গীত নিয়ে অনেক কিছু করার আছে।’

ইতিমধ্যে সুমি তার ছায়ানটের বন্ধুদের নিয়ে লোকসঙ্গীত বিষয়ে কাজ শুরু করেছেন। তাদের মূল মনোযোগ লোকসঙ্গীতের সংগ্রহ, সংরক্ষণ ও প্রচার।
প্লে ব্যাক আর লোকসঙ্গীতের পাশাপাশি চালিয়ে নিচ্ছেন নিজের একক অ্যালবাম তৈরির কাজও। ইতিমধ্যে দু’টি গানের রেকর্ডিং হয়ে গেছে। এর মধ্যে একটি আছে নজরুল সঙ্গীত।

এর আগে অবশ্য দুটি মিক্সড অ্যালবামে গেয়েছেন সুমি। একটি হচ্ছে রাজন মিক্সড ‘পদ্ম পাতার জল’ অ্যালবামের টাইটেল গান। আর ‘বৃষ্টি তোমায় দিলাম’ অ্যালবামে রাজীবের সাথে গেয়েছেন ডুয়েট গান।



মন্তব্য চালু নেই