স্বপ্নীল মেঘ
স্বপ্নীল মেঘ
আরিফুল ইসলাম জয়
স্বপ্ন মাখা মন নিয়ে নীল আকাশে উড়ি,
মেঘের কোলে চরে আমি হৃদয় মাঝে ঘুড়ি।
মেঘ গুলো তবে ধূসর সাদা নেই তো কোন ভুল,
খুঁজি আমি পরীর মত একটা মায়া ফুল।
খুঁজতে গেলাম বনের মাঝে হয় নি দেখা তার,
তাই তো আমি নদীর বাঁকে গিয়েছি বারবার।
সেথাও আমি পাই নি দেখা ফিরেছি খালি হাতে,
এই ভেবে তাকে পাব আমি জ্যোৎসনা মাখা রাতে।
খুঁজি আমি তারায় তারায় পাই না তার দেখা,
শূন্য বুকে বেদনার কলম কেটে যায় রেখা।
খুঁজলাম তাকে বসন্তের, ফুল থেকে ফুল,
ফিরলাম আমি খালি হাতে নির্জন নদীর কুল।
এই ভাবে আর কতদিন থাকব আমি একা?
শূন্য বুকে মনের মানুষ পাব কি না তার দেখা?
অবশেষে রাত পোহাল ভিষন একা একা,
আজই হয় তো পাব আমি সেই পরীটার দেখা।
তাই তো আমি খুশি হয়ে খুঁজি চারিপাশ,
হঠাৎ আমি পেলাম সেই পরীটার আভাস।
দেখতে সে অপরুপা মনের মন গড়া,
ভাবতে আমি পারি না কিছু তাকে একটু ছাড়া।
এসেছে সে মেঘের ভেলায় একটু মায়া নিয়ে,
স্বপ্নের রঙে রাঙাব তাকে সমস্ত নীল দিয়ে।
মন্তব্য চালু নেই