স্বপ্নকে ৬ লাখ টাকা জরিমানা

রাজধানীর গ্রীনরোডে কার পার্কিংয়ের জায়গায় গুদাম ঘর নির্মাণ করায় সুপার শিমিং মল স্বপ্নকে ৬ লাখ টাকা জরিমানা করেছে রাজউক।গত দুই দিন ধরে রাজউকের ভ্রাম্যমাণ আদালত রাজধানীর ধানমন্ডি ও আশপাশ এলাকায় অবৈধ বসতবাড়ি নির্মানের বিরুদ্ধে মাঠে নামে।

আজ মঙ্গলবার রাজধানীর গ্রীনরোডে অভিযান চালানোর সময় স্বপ্নকে এই জরিমানা করা হয়।

এর আগেও স্বপ্নের এই আউটলেটকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।বলা হয়েছিল কারপার্কিংয়ের জায়গায় গড়ে তোলা গুদামঘরটি সরিয়ে নিতে। কিন্তু তারা সেটি করেনি। তাই আজকের অভিযানের সময় তাদেরকে ৬লাখ টাকা জরিমানা করার পর সেটি ভেঙ্গে ফেলা হয়।

ঘটনাস্থলে উপস্থিতি রাজউকের কর্মকর্তা এই প্রতিবেদককে বলেন, গ্রীনরোডটি হচ্ছে আবাসিক এলাকা।তবে কেউ যদি অনুমতি নিয়ে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলে তাতে আমাদের কোনো আপত্তি নেই।

কিন্ত আজ আমরা অভিযান পরিচালনা করছি কারপার্কিংয়ের জায়গায় বিভিন্ন স্থাপনা গড়ে তোলার বিরুদ্ধে।গতকাল সোমবারও একাই ধরনের অভিযান চালিয়েছি আমরা ।আগামীতেও চলবে।



মন্তব্য চালু নেই