স্ত্রী জোলিকে ভয় পান না ব্র্যাড পিট

হলিউডের তারকা দম্পতি ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি। এই দম্পতির বিয়ের এক বছর হয়ে গেছে। সম্প্রতি অ্যাঞ্জেলিনা জোলির পরিচালনায় ‘বাই দ্য সি’ ছবিতে কাজ করেছেন ব্র্যাড পিট।

এ ছবিতে অভিনয় নিয়ে ব্র্যাড পিট দারুণ উচ্ছ্বসিত। সম্প্রতি ‘ভি’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে পিট বলেন, ‘এটা অবাক করার মতোই ব্যাপার। নিজের স্ত্রীর পরিচালনায় কাজ করা এত উপভোগ্য, আগে ধারণাই ছিল না।’

শুধু তাই নয় ব্র্যাড পিট আরও জানিয়েছেন নিজের স্ত্রীকে নাকি তিনি মোটেই ভয় পান না। এমনকি ছবির শুটিং সেটে যখন তার স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলি পরিচালক হিসেবে তার ওপর নানা হুকুম চালান, তখনো নাকি জোলিকে বড্ড আকর্ষণীয়ই লাগে তার কাছে। আর জোলি তার ওপর খবরদারি করেন এটা কোনোভাবেই মানতে নারাজ পিট।

আর এদিকে ফটোগ্রাফার স্বামীর প্রসংশায় পঞ্চমুখ অ্যাঞ্জেলিনা জোলি। ডব্লিউ ম্যাগাজিনের এক সাক্ষাতকারে জোলি বলেছেন, ‘আমি পিটের ফটোগ্রাফি খুবই পছন্দ করি। অনেকেরই অনেক রকম শখ থাকে, কিন্তু তার পিছনে সময় দেয় না বা দেয়া হয় না। কিন্তু পিটের ফটোগ্রাফিক শখকে উৎসাহ দিতে বরাবরই আমি তার মডেল। পিট আমার অনেক ছবি তোলে, আমার ভালো লাগে।’

কারণ কয়েকদিন আগেই জোলির কিছু সাদা কালো ছবি তুলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ব্র্যাড পিট।



মন্তব্য চালু নেই