স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে আর্জেন্টিনায় পাড়ি দিলেন মেসি

কাতালান ডার্বিতে দুর্দান্ত পারফর্ম করেছেন লিওনেল মেসি। ওই ম্যাচে এস্পানিওলের বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছিল বার্সেলোনা। এরপরই অবশ্য বার্সেলোনা কোচ লুইস এনরিক জানিয়েছিলেন, বার্সার ত্রয়ী (লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ) ছুটিতে যাচ্ছেন। অথচ সামনেই রয়েছে বার্সেলোনার কোপা দেল রে`র ম্যাচ, প্রতিপক্ষ হারকিউলিস।

লম্বা সময় ধরে একাধারে খেলে যাচ্ছেন এই ত্রয়ী। বিশ্রামেরও তো প্রয়োজন আছে। সেই সঙ্গে রয়েছে বড় দিনের ছুটি। সেজন্যই লিওনেল মেসি পাড়ি জমিয়েছেন আর্জেন্টিনায়। পরিবারের সঙ্গেই বড় দিনের আনন্দ ভাগাভাগি করে নেবেন বার্সেলোনা সুপারস্টার।

স্পোর্টসের খবর, প্রেমিকা আন্তোনেল্লা রোকুজ্জো, দুই ছেলে থিয়াগো এবং মাতেওকে নিয়ে আর্জেন্টিনায় পৌঁছান। বিমানবন্দর থেকে মেসিদের অভ্যর্থনা জানান মেসির ভাই রদ্রিগো। এসময় কোনো তাদের ক্যামেরাবন্দী করার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাতে বাধা দেন।



মন্তব্য চালু নেই