স্ত্রীর হিলের আঘাতে স্বামী কুপোকাত

সৌদি আরবে এক স্বামী আর স্ত্রীর মধ্যে খুনসুটি চলছিল। খুনসুটি থেকে শুরু হয় ঝগড়া।

ঝগড়ার এক পর্যায়ে রেগে গিয়ে স্ত্রী তার পায়ের পেনসিল হিল খুলে স্বামীর মাথায় ছঁড়ে মারেন। আর যায় কোথায়! জুতোর তীক্ষ ফলা ওই ব্যক্তির টাক মাথায় লেগে ক্ষত তৈরি হয়। সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত পড়তে শুরু করে। দ্রুত তাকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার আঘাত বেশ গুরুতর। ওই হাসপাতালের চিকিৎসকরা তাকে দেখে বেশ খানিকটা অবাক হয়েছেন। কেননা তারা নাকি এর আগে এরকম আহত হওয়ার ঘটনা দেখেননি।

এদিকে ঘটনাটি সৌদি সোসাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর এ নিয়ে বেশ রসালো বিতর্ক জমে ওঠেছে। কেউ কেউ এমনও বলেছেন, তারা আর যাই করেন না কেন, ভুলেও স্ত্রীকে রাগাতে যাবেন না!

এ ঘটনায় ওই বদমেজাজী ওই স্ত্রীর বিরুদ্ধে কি ব্যবস্তা নেয়া হয়েছে তা অবশ্য জানা যায়নি।



মন্তব্য চালু নেই