স্ত্রীর সঙ্গে সেলফিতে আরিফিন শুভ

মেয়ে ভক্তদের মন ভেঙ্গে এ বছরের শুরুর দিকে কলকাতার মেয়ে অর্পিতাকে বিয়ে করেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক আরিফিন শুভ।বিয়ের পর এতদিন চলে গেলেও স্ত্রীকে নিয়ে শুভ মিডিয়ার সামনে দাঁড়াননি বললেই চলে।

তবে গতকাল আরিফিন শুভর ফ্যানপেজে দেখা মিললো তার স্ত্রীর সঙ্গে একটি সেলফি। আর এতেই হতাশ হয়ে পড়েছেন আরিফিন শুভর মেয়ে ভক্তরা।

শুভর অনেক মেয়ে ভক্তকেই দেখা গেছে ছবিটি শেয়ার করে জেলাসিমুলক স্ট্যাটাস দিতে। অবশ্য এতে কিছুই যায় আসেনা শুভ’র স্ত্রী অর্পিতার।



মন্তব্য চালু নেই