স্ত্রীর সঙ্গে যৌন মিলনের দৃশ্য ফেসবুকে ছড়িয়েছে স্বামী
নওগাঁর ধামইরহাটে স্ত্রীর (২২) সঙ্গে যৌন মিলনের দৃশ্য ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে রকি আহম্মেদ ফয়সাল (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রকি আহম্মেদ ফয়সাল ধামইরহাট উপজেলার কাজীপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে। গত পরশু তাকে গ্রেপ্তার করা হয়। থানায় এজাহারের বরাত দিয়ে ওসি মীর্জা. মো. আবদুস ছালাম জানান, ধামইরহাট উপজেলার কাজীপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে রকি আহম্মেদ ফয়সাল একই গ্রামের এক কলেজপড়ুয়া মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাকে বিয়ে করে।
এরপর সংসার করাকালে গোপনে স্ত্রীর সঙ্গে যৌন মিলনের আপত্তিকর দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে। সম্প্রতি তাদের মধ্যে বনাবনি না হওয়ায় ওই কলেজছাত্রী রকিকে তালাক দেন। এতে ক্ষীপ্ত হয়ে রকি তার সাবেক স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়। এ বিষয়ে ওই কলেজছাত্রীর মা বাদী হয়ে ১২ই আগস্ট পর্নোগ্রাফি আইনে মামলা করেন।
মন্তব্য চালু নেই