স্ত্রীকে সালমানের ‘সুলতান’ দেখানোর জন্য পুরো সিনেমা হল বুকিং দিলেন স্বামী!

পুরো পৃথিবীতে কত রকম সিনেমা পাগল মানুষ কিংবা সিনেমা পাগল ফ্যানই না রয়েছেন? অনেক সময় তাদের পাগলামি সবকিছু ছাপিয়ে স্থান পায় খবরের কাগজে। এরকমই একটি ঘটনা হল-বউকে খুশি করার জন্যে পুরো একটি সিনেমা হল বুকিং করেছেন তার স্বামী। আর ঠিক এমন ঘটনাই ঘটেছে ভারতের হিমাচল প্রদেশের হামিরপুরে।

আর সেই শহরের বাসিন্দা শঙ্কর মুসাফির। সালমান খানের নতুন ছবি ‘সুলতান’ মুক্তি পাওয়ার আগেই একটি শোয়ের জন্যেই পুরো ১২০টি আসন মানে পুরো হলটাই তিনি নিজে বুক করেছেন।

এর কারণ হিসেবে তিনি জানিয়েছেন, মুসাফির সালমান খানের ভক্ত নন। তার বউ গীতাঞ্জলি সালমান খানের বলতে গেলে অন্ধ ভক্ত। তাই বউকে চমকে দেওয়ার জন্যেই ‘সুলতান’ ছবিটি দেখার জন্যেই তিনি এমন কাজ করেছেন। তারপর স্বামী আর স্ত্রী মিলে সালমান খানের ‘সুলতান’ ছবিটি শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করেন।



মন্তব্য চালু নেই