স্ত্রীকে পুরস্কার-সেঞ্চুরি উৎসর্গ করলেন মুশফিক
মাত্র ৬৯ বলে সেঞ্চুরি। ৭৭ বলে ১০৬। পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালান মুশফিবুর রহিম। তার ঝড়ো ইনিংসে ভর করে বাংলাদেশ সংগ্রহ করে রেকর্ড ৩২৯ রান। সেই রান তাড়া করতে নেমে পাকিস্তান অলআউট হয়ে যায় ২৫০ রানে। বাংলাদেশ জয় পায় ৭৯ রানে। যা বহু প্রতীক্ষিত জয়। এই জয়টার জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ১৬টি বছর। অবশেষে অপেক্ষার পালা শেষ হয়েছে। ঘরের মাঠে পাকিস্তানকে পরাজয়ের স্বাদ দিতে পেরেছে বাংলাদেশ।
ব্যাট হাতে ৭৭ বলে ১০৬ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হন মুশফিকুর রহিম। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে এসে মুশফিক জানালেন এই সেঞ্চুরি ও পুরস্কার তিনি তার স্ত্রীকে উৎসর্গ করেছেন। কারণ, বিয়ের পর এটাই তার প্রথম সেঞ্চুরি।
মুশফিক বলেন, ‘খুবই ভালো লাগছে। বিয়ের পর এটাই আমার প্রথম সেঞ্চুরি। সেঞ্চুরি ও পুরস্কারটি আমি আমার স্ত্রীকে উৎসর্গ করতে চাই।’
মন্তব্য চালু নেই