স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

রাজশাহী: গোদাগাড়ী উপজেলায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী আবদুস সাত্তার (৬০) নামে এক ব্যক্তি। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাগাইল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, বুধবার দুপুরে আবদুস সাত্তার তার দ্বিতীয় স্ত্রী বেগম খাতুনের (৫৮) মধ্যে পারিবারিক কলহের জের ধরে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে আবদুস সাত্তার ধারালো দেশিয় অস্ত্র দিয়ে স্ত্রী বেগমকে কুপিয়ে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলে স্ত্রী বেগম মারা যায়।

এদিকে বাবার হাতে মায়ের নির্মম মৃত্যু দেখে বেগমের মেয়ে শ্যামলী বেগম (৩৫) আবদুস সাত্তারকে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় আবদুস সাত্তারও মেয়ে শ্যামলীকে কুপিয়ে আহত করে। শ্যামলী বেগম খাতুনের প্রথম স্বামীর মেয়ে। পরে গ্রামবাসী বাবা-মেয়েকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় নিহত বেগমের ভাই বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। চিকিৎসাধীন অবস্থায় ঘাতক স্বামী আবদুস সাত্তারকে আটক করা হয়েছে। চিকিৎসা শেষ হলেই তাকে আদালতে হাজির করা হবে।



মন্তব্য চালু নেই