স্তন ক্যান্সারবিরোধী প্রচারণায় পুনম
স্তন ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে পুনম পাণ্ডে বেছে নিলেন তার স্বভাবজাত ভঙ্গি। স্তন ক্যানসার নিয়ে সচেতনতা তৈরি করতে এটি পুনমের একটি অভিনব উদ্যোগ।
‘মেয়েদের স্তনের প্রতি পুরুষদের থেকেও বেশি নজর রাখা দরকার নারীদেরই’ স্পষ্ট বার্তা পুনমের। আর এই স্তন ক্যান্সার সচেতনতার প্রচারে পুনমের সঙ্গী হয়েছেন সানি লিওনও।
এমনটা প্রায়সই ঘটে, স্তন ক্যান্সারের ক্ষেত্রে স্তন দেখাতে ইতস্তত বোধ করেন নারীরা। অনেকে তার রোগের কথাও চেপে যান। যার ফলস্বরূপ মৃত্যুর সম্মুখীন হন রোগী।
পুনম এই লজ্জা কাটিয়ে নিজের শরীরের প্রতি আরও সচেতন হওয়ার কথাই জানাচ্ছেন, ‘নিজের স্তন দেখাতে কখনই লজ্জা করবেন না। নিজের শরীরের খেয়াল নিজেই রাখুন’।
মন্তব্য চালু নেই