স্তন ক্যানসারের সাথে লড়াই করে জিতেছেন যারা, দেখুন ১১ জন সাহসী নারীকে

স্তন ক্যানসার মুখে বলাটা খুব সহজ ব্যাপার হলেও, একমাত্র তাঁরাই এর মানে বোঝেন যারা এই ভয়ংকর অসুখের সাথে লড়াই করেছেন। একবার ভেবেই দেখুন না, একজন নারীর জন্য এই অসুখটি কতটা কষ্টকর! এটি এমনই একটি অসুখ যা নারীর দেহের সৌন্দর্যকে তিলে তিলে শেষ করে দেয়। একজন নারীর দেহের সৌন্দর্য বহুগুন বেড়ে যায় তার সুগঠিত স্তনের জন্য। নারী তার সন্তানকে এই বুকের মাঝেই আগলে রাখেন দীর্ঘবছর। কিন্তু কোন কারণে এই ভয়ংকর অসুখের ছোবলে পাল্টে যায় নারীর জীবনের মোড়। এই সমস্যায় ভুক্তভোগী নারীরা নিজকে অসহায় ভাবতে শুরু করেন।

কিন্তু আজ যেই ছবিগুলো দেখবেন তা হয়তো আপনাকে অনেক সাহস দেবে। কারণ স্তন ক্যানসারে আক্রান্ত অন্য অনেক নারীর মতোই ছবির এই নারীরাও একটি সময় স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। তাঁরা লড়াই করেছেন সেই ভয়ংকর সময়ের সাথে, আর লড়াই করে কেউ হারিয়েছেন তাঁদের ১ টি স্তন আবার কেউ হারিয়েছেন তাঁদের দু’টি স্তন। কিন্তু তাঁরা ভেঙে পড়েন নি, দেহের সৌন্দর্যের এই যুদ্ধে তাঁরা তাঁদের স্তন হারালেও নিজে হার মেনে নেন নি। তাঁরা চেয়েছেন তাঁদের এই ছবি দেখে যেন স্তন ক্যানসারে আক্রান্ত হাজারো নারীরা সাহসী হয়ে উঠেন। তাহলে দেখে নিন ছবিগুলো!

zcBIWvkuNrAOR1U0UqdElSVTVYDtsIyVd9GkyAgotCfHnHdnef6iaz1B4wcIG8Q3iVpTVk



মন্তব্য চালু নেই