স্টেপলারের এই ‘গোপন’ কথাটি জানতেন? ভিডিও দেখলে চমকে যাবেন!

পিন ভরে নিয়ে খচাখচ স্টেপল করলেই কি কাজ হয়ে গেল? আপাতভাবে কোনও গোলমাল নেই। কিন্তু একটি ভিডিও যাবতীয় ধারণা ভেঙে দিয়েছে। দেখুন।
এ কথা ঠিক যে, স্টেপলার দিয়ে শুধুমাত্র একটিই কাজ করা সম্ভব। কিন্তু এর মধ্যেই একটি গোপন কথা রয়েছে। বাজি ধরে বলা যায়, খুব কম লোকই এই কথাটি জানেন। আর সেই গোপন রহস্যটি লুকিয়ে রয়েছে স্টেপলারের একেবারে গোড়ার দিকে ইস্পাতের পাতটিতে (নীচের ছবি দেখুন)। যা সম্ভবত স্টেপলারের সবথেকে ব্রাত্য অংশ।

যে ইস্পাতের প্লেটটি বসানো রয়েছে, সেটি কাজে লাগিয়ে আপনি স্টেপলের প্রস্থ বাড়িয়ে নিতে পারেন! স্বাভাবিকভাবে যে প্রস্থের স্টেপল আপনি করছেন, তার থেকে বড় মাপের এলাকা আপনি আনতে পারেন আপনার স্টেপলারের আওতায়। ইউটিউবে সারা বার্লোর পোস্ট করা নীচের ভিডিওটি দেখুন। অবাক হয়ে যাবেন।
https://youtu.be/nHmZlINvWIc































মন্তব্য চালু নেই