স্টেডিয়ামে ফের কোহলি-আনুশকার রোমান্স

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই আছেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। ইংল্যান্ড সিরিজ শুরুর আগে তাই একটু কাছের মানুষদের সময় দিচ্ছেন তিনি। আর সবচেয়ে কাছের মানুষটা তো আনুশকাই। বলিউডের এই হার্টথ্রুব নায়িকার ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমাটিও বেশ ঝামেলার পর রিলিজ হয়েছে। তাই দুজনেই ফুরফুরে মেজাজে গেলেন খেলা দেখতে!

ভারতের সবচেয়ে আলোচিত এই প্রেমিক জুটি ঝগড়া বিবাদ মিটিয়ে বেশ কয়েকমাস আগেই একত্র হয়েছেন। তারপর অনেকদিন পর প্রকাশ্যে তাদের একসাথে দেখা গেল। গত রবিবার গোয়ার ফাতোর্দা স্টেডিয়ামে আইএসলএর ম্যাচে পাশাপাশি বসে থাকতে দেখা যায় কোহলি ও অনুষ্কাকে। এফসি গোয়া ও দিল্লি ডায়নামাইজ এফসি-এর ম্যাচে উপভোগ করেছেন এই জুটি। আইএসএল-এ গোয়া দলে মালিকানা রয়েছে কোহলির। এফসি গোয়ার জার্সি পরা কোহলিকে দেখা যায় দলের হয়ে গলা ফাটাতে। আর দিওয়ালির সন্ধ্যায় এথনিক সালওয়ার-চুড়িদারে কোহলিকে সঙ্গ দিচ্ছিলেন আনুশকা। কয়েকবার ঘনিষ্ঠভাবে কথা বলতেও দেখা যায় দুই তারকাকে।



মন্তব্য চালু নেই