স্টুডিওতে জাতীয় পরিচয়পত্র তৈরি, গ্রেপ্তার ১
চট্টগ্রাম নগরীর বায়োজিদ থানার শেরশাহ এলাকায় স্টুডিওর আড়ালে ভুয়া জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ তৈরির অভিযোগে স্টুডিওর মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার তাকে গ্রেপ্তার করে বায়োজিদ থানা পুলিশ। গ্রেপ্তার শফিকুল ইসলাম (৪০) শেরশাহ এলাকার লিয়ন স্টুডিওর মালিক।
বায়েজিদ থানার ওসি বাবুল চন্দ্র বণিক বলেন, ‘দীর্ঘদিন ধরে স্টুডিওর আড়ালে শফিকুল ভুয়া জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ তৈরি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়।’
এসময় স্টুডিও থেকে কিছু ভুয়া জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ ও কাবিননামা ও এসব তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
মন্তব্য চালু নেই