স্টার জলসা দেখতে না দেয়ায় মৃত্যুকে বেছে নিল কিশোরী
‘হয় স্টার জলসা চ্যানেলে নাটক দেখতে দাও, না হলে মৃত্যুর পথ বেছে নিব’- ঘটনাটা এমনই ছিল। নাটোরের বড়াইগ্রামে স্টার জলসা দেখতে না দেয়ায় স্বর্ণা খাতুন (১৩) নামে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
গত রোববার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। স্বর্ণা উপজেলার আগ্রাণ গ্রামের অহিদুল ইসলামের মেয়ে এবং আগ্রাণ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।
নিহতের পরিবার জানায়, রোববার রাতে স্বর্ণা স্টার জলসায় কিরণমালা সিরিয়াল দেখছিল। এ সময় তার বাবা তাকে বকা দেন এবং স্টার জলসা চ্যানেল দেখতে নিষেধ করেন। এতে স্বর্ণা অভিমান করে নিজের ঘরের ডাবের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে নামিয়ে বড়াইগ্রাম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) এমরান হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
মন্তব্য চালু নেই