স্টার জলসার সিরিয়াল নিয়ে ভারতে বিতর্ক!
মাত্র ছয় বছর বয়সেই খল চরিত্রে অভিনয় করছেন টালিগঞ্জ গার্লস স্কুলের শিক্ষার্থি সিঞ্চনা সরকার। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘পটলকুমার গানওয়ালা’র তুলি নামের একটি চরিত্রে অভিনয় করছে সিঞ্চনা। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় এই সিরিয়ালটি প্রচার হয়।
খল চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তুলি চরিত্রের সিঞ্চনা। কিন্তু বিতর্কের মুখে পড়েছে সিরিয়ালটি। প্রশ্ন উঠেছে এতো ছোট বাচ্চাকে দিয়ে কেন নেতিবাচক চরিত্রে অভিনয় করানো হচ্ছে?
সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, ‘এটা একদম ঠিক হচ্ছে না। মোটেই ভালো ম্যাসেজ নয়। আমি তো বলব অত্যন্ত কুরুচির পরিচয়। আমার বাড়িতেও এটা নিয়ে আলোচনা হয়েছে। আমি দেখেছি, মেয়েটি এত বুদ্ধি করে দুষ্টুমি করে যেটা ওর পক্ষে করা অসম্ভব। বাস্তবে এমন মেয়ে আছে কি না আমার জানা নেই। তবে এতটা নেগেটিভ দেখানো বোধহয় ঠিক নয়। ওর মনেও তো প্রভাব পড়তে পারে।’
দীর্ঘদিন ধরে ‘তুলি’র চরিত্রে অভিনয় করতে গিয়ে বাস্তবে সিঞ্চনার আচরণে কি কোনও পরিবর্তন হতে পারে? এমন প্রশ্নে মনোরোগ বিশেষজ্ঞ মোহিত রণদীপ বলেন, ‘আশঙ্কাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে ওকে না দেখে বলাটা বেশ মুশকিল। দেখতে হবে কতটা ও নিজে অভিনয় করছে, আর কতটা ওকে দিয়ে করানো হচ্ছে।’
অবশ্য সিঞ্চনার মা মনে করেন তার মেয়ে অভিনয়ই করছে। বাস্তবে খুবই স্বাভাবিক আচরণ করছে। সিঞ্চনার মা রীতা সরকার বলেন, ‘আমার মেয়ে ক্যামেরার সামনে তুলি আর ক্যামেরা অফ হলেই সিঞ্চনা। আমার মনে হয়নি ওর কোনও চেঞ্জ হয়েছে। ও ভালো অভিনয় করছে। আমি তাতেই খুশি।’
এদিকে বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে মত পাওয়া যাচ্ছে। গৃহবধূ কৃষ্ণা মজুমদার বলেন, ‘বড়দের নেতিবাচক চরিত্রের অভিনয় আমি দেখি না। কিন্তু ওরটা দেখছি। এবার সেরা খলনায়িকার অ্যাওয়ার্ড পাবে সিঞ্চনি।’
কলেজ শিক্ষার্থি শ্রীতমা বলেন, ‘তুলি অভিনয়টা ফাটাফাটি করছে কোনও সন্দেহ নেই। সে জন্যই অনেকের গায়ে জ্বালা ধরেছে। তবে আমার ভাইঝি ক্লাস ফোরে পড়ে। ওকে আমরা সিরিয়ালটা দেখতে দিই না। কারণ ওটা দেখে ওই আচরণ যদি কপি করার চেষ্টা করে, সেই ভয়টা তো আছেই।’
মন্তব্য চালু নেই