‘স্ক্যান্ডাল’ নিয়ে মুখ খুললেন মাহী !

ফেসবুকে ছড়ানো স্ক্যান্ডাল ভিডিও নিয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহী। ভিডিওটি তার নয় দাবি করে মাহী বলেছেন, যে যা খুশি আপ করুক। আই ডোন্ট কেয়ার। আই হেভ নো প্রবলেম।

গত কয়েকদিন ধরেই ফেসবুকে একটি ভিডিও শেয়ার হচ্ছে। ভিডিও সরবরাহকারীরা দাবি করেছেন, এটি মাহিয়া মাহীর সেক্স ভিডিও। তবে ভিডিওটি সত্যি মাহীর কিনা, এমন কোন তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওটি ইন্টারনেটে আপলোড হবার কয়েক ঘন্টা পর সেটি ইউটিউব থেকে সরিয়ে ফেলা হলেও অন্তর্জালের দুনিয়ায় সেটি ছড়িয়ে পড়ে।

ভিডিও প্রসঙ্গে মাহী সাংবাদিকদের বলেন, সংবাদটা বেশ কিছু অনলাইন ও প্রিন্ট পত্রিকা করেছে। যদি কোন প্রতিষ্ঠিত অনলাইন বা প্রিন্ট পত্রিকা করত তাহলে তাদের বিরুদ্ধে আমি মামলা করতাম।

মাহী বলেন, যদি নিশ্চিতভাবে কেউ প্রমাণ করতে পারে এটা আমার ভিডিও, তাহলে তা আমি ফেসবুক ওয়ালে নিজেই শেয়ার দেব। যদি না পারে তাহলে রিঅ্যাকশনে যাব।



মন্তব্য চালু নেই