স্কুল পরিদর্শনে গিয়ে বানান ভুল করলেন মন্ত্রী
আকস্মিক স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া শুরু করলেন ভারতের গুজরাট রাজ্যের মন্ত্রী শংকর চৌধুরী। এ সময় ব্ল্যাকবোর্ডে তিনি লিখলেন ই-এল-ই-পি-এইচ-ই-এন-টি (এলিফেন্ট)।
বানান ভুল করে বসলেন ক্ষমতাসীন বিজেপির এই আইনপ্রণেতা। শব্দটির শেষ দিকে একটি ‘এ’-এর জায়গায় লিখলেন ‘ই’।
আজ শুক্রবার এনডিটিভি জানিয়েছে, বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু করেছে। তবে শংকর চৌধুরী বলছেন, এটা একটি কৌশল। শিক্ষার্থীরা ভুল ধরতে পারছে কি না তিনি আসলে সেটাই জানতে চাচ্ছিলেন।
৪৫ বছর বয়সী মন্ত্রীর বক্তব্য বিশ্বাসযোগ্য না শোনালেও তাঁর দল বিজেপি বলছে, তিনি শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছিলেন যে বানান একভাবে লেখা থাকলেও উচ্চারণ অন্যরকম হতে পারে।
শংকর চৌধুরীর এমবিএ ডিগ্রি রয়েছে। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, তাঁর ওই ডিগ্রি ভুয়া। ২০১২ সালে গুজরাট পার্লামেন্টে আইপ্যাডে অশ্লীল ছবি দেখছিলেন বলে অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে পরে তিনি তা অস্বীকার করেন।
নগর গৃহায়ন, পরিবহন ও স্বাস্থ্যবিষয়ক ওই মন্ত্রীসহ আরো কয়েকজন শিশুদের স্কুলের ভর্তির ব্যাপারে উৎসাহ দিতে গুজরাট সফর করছেন।
মন্তব্য চালু নেই