স্কুল গেটে ছাত্রকে কুপিয়ে হত্যা

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া এলাকায় একটি স্কুলের গেটের সামনে নবম শ্রেণীর এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় বখাটেরা। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ওই ছাত্রকে কোপানো হয়। এর পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (১ মার্চ) সকাল ৮টার দিকে মৃত্যু হয়।

নিহত ছাত্র সজীব (১৪) কিশোরগঞ্জের সদর উপজেলার আব্দুর রশিদের ছেলে। তারা পরিবারসহ পশ্চিম শেওড়াপাড়ায় ভাড়া বাসায় থাকে।

সজীবের দুলাভাই আল মাহমুদ বাবু জানান, সজীব শেওড়াপাড়ার হলি ক্রিসেন্ট স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণিতে পড়ত। গতকাল রাত সাড়ে ১০টার দিকে ওই প্রতিষ্ঠানের গেটের পার্শ্বে গলিতে স্থানীয় সৌরভসহ আরো দু-তিনজন সজীবের ঘাড়ে ও পিঠে চাপাতি দিয়ে কোপ দেয়। পরে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢামেকে আনার পর আজ সকালে সজীবের মৃত্যু হয়।

বাবু আরো জানান, কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে, তা তিনি জানেন না।

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য সজীবের লাশ মর্গে রাখা হয়েছে।



মন্তব্য চালু নেই