স্কুল-কলেজে ইচ্ছেমত টাকা নেওয়ার সুযোগ নেই : শিক্ষাসচিব
শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বলেছেন, ‘আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি বাণিজ্যের প্রতিযোগিতা হতো। এখন ভর্তি প্রক্রিয়া অনলাইনে হওয়ায় কেউ বেশি টাকা নিতে পারছে না। স্কুল-কলেজে ইচ্ছেমতো টাকা নেওয়ার সুযোগ বন্ধ হয়েছে।’
একই সঙ্গে শিক্ষক নিয়োগের ঘুষ বাণিজ্য রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ পরির্দশন শেষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শিক্ষকদের উদ্দেশে সচিব বলেন, ‘শিক্ষকরা জাতির নেতা। আগে আদর্শ শিক্ষক হতে হবে। একা একা হবে না, সবাই মিলে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গঠনের কাজ করতে হবে। জেগে স্বপ্ন দেখতে হবে। কেননা আমরা উন্নত দেশ হতে চাই। ঘুমিয়ে স্বপ্ন দেখা চলবে না।’
কলেজের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহাম্মদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, শিক্ষা প্রকেৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হানজালা, নবীনগর উপজেলার নিবার্হী কর্মকর্তা মো. আজিজুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা সলিম উল্লাহ প্রমুখ।
মন্তব্য চালু নেই