“স্কুলে কেউ আমাকে পছন্দ করতো না”

বলিউডের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সেলিব্রেটিদের একজন ক্যাটরিনা কাইফ। অথচ এই সুন্দরীকে নাকি স্কুলে কেউ পছন্দই করতো না!

ইংল্যান্ডে বড় হওয়া ক্যাটরিনা বলেন, আমি অনেক লাজুক শিশু ছিলাম স্কুলে। আমি সত্যি সত্যি কারো সঙ্গে কথা বলতাম না। আমার প্রথম বন্ধু ছিল একটি ভারতীয় ছেলে এবং সে আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করতো। আমার বয়স যখন ১৬ হয়েছে তখন আমি বন্ধুত্ব করা শুরু করি।

বলিউডে সালমান খান এবং এরপর রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক হয়েছে বলে জানা যায়। যদিও ক্যাটরিনা কখনো সেটি স্বীকার করেননি। রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক ভেঙ্গে যাওয়ার খবর চাউর হওয়ার মধ্যেই ক্যাটরিনা বলেছেন, তিনি ব্যক্তিত্ব সম্পন্ন কেউ ছাড়া ডেট করবেন না। ফেব্রুয়ারির ১২ তারিখ ক্যাটরিনার বহুল প্রত্যাশিত রোমান্টিক সিনেমা ‘ফিতুর’ মুক্তি পাবে।



মন্তব্য চালু নেই