স্কুলের ফি দিতে পতিতাবৃত্তিতে ছাত্রীরা!

স্কুলের ফি দেওয়ার জন্য দেহ ব্যবসায় নামছেন ছাত্রীরা! হ্যাঁ, সম্প্রতি গণমাধ্যমে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পড়াশোনা চালানোর জন্য পশ্চিম আফ্রিকার সিয়েরা লিয়নের ছাত্রীরা এই রাস্তাই বেছে নিয়েছেন।

ছাত্রীদের ভাষ্য, “এখানে স্কুলের ফি বছরে ৪০ পাউন্ডের মতো। বেশির ভাগ পরিবারই খুব গরিব। এই বিপুল অর্থ খরচ করে সন্তানদের পড়াশোনা চালাতে হিমশিম খেতে হয় তাদের। তাই এক প্রকার বাধ্য হয়েই ছাত্রীরা এই পথ বেছে নিচ্ছেন।”

আফ্রিকার গরিব দেশগুলোর মধ্যে সিয়েরা লিয়ন অন্যতম। পড়াশোনা চালানো তো দূর কথা, পেট ভরতে গিয়েই পরিবারগুলোর করতে হয় নিরন্তর।

ছাত্রীদের একজন জানায়, আর্থিক সহায়তা এবং পড়াশোনার লোভ দেখিয়েও অনেকে ছাত্রীদের দেহ ব্যবসার ফাঁদে ফেলে। এ রকমই এক ব্যক্তির ফাঁদে পড়ে দেহ ব্যবসায় নামতে হয়েছে তাঁকেও। এক রাতে তিনি ৯-১০ পাউন্ড অর্থ উপার্জন করতেন। স্কুলের ফি দিতেও কোন অসুবিধা হতো না। কিন্তু পরে গর্ভবতী হয়ে পড়ায় স্কুল ছাড়তে হয় তাঁকে।

তার মতোই আরও অনেক ছাত্রী এখন এই ভাবেই পড়াশোনা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে সে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।



মন্তব্য চালু নেই