স্কুলবন্ধুর হাতে বার বার ধর্ষণ, গর্ভবতী কিশোরী! অবশেষে কী হলো জানুন

কতটা ভয়ঙ্কর হতে পারে কৈশোর? মুম্বইয়ের এই ঘটনা তার জ্বলন্ত প্রমাণ। ১৫ বছরের এক কিশোরীকে বার বার ধর্ষণের অভিযোগ উঠেছে তার নাবালক স্কুলবন্ধুর বিরুদ্ধে। ধর্ষণের ফলে গর্ভবতী হয়ে পড়েছে সেই কিশোরী।

ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের জুহুতে। অভিযোগ, স্কুল চত্বরেই বার বার ধর্ষণ করা হয় ওই কিশোরীকে। গোটা ঘটনাটি সামনে আসে ২১ নভেম্বর। যখন পেটে যন্ত্রণায় কাতর ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জাক্তারি পরীক্ষার পর চিকিত্সকরা জানান, ওই কিশোরী ১৩ সপ্তাহের গর্ভবতী।

পুলিস জানিয়েছে, নির্যাতিতা কিশোরী ও অভিযুক্ত নাবালক একই স্কুলে পড়ে। তাদের মধ্যে আলাপ-পরিচয় ছিল। এরপর অগাস্ট মাসে স্কুল টয়লেটে তারা শারীরিকভাবে মিলিত হয়। তারপর থেকেই মাঝে মাঝেই অভিযুক্ত ভয় দেখিয়ে ওই কিশোরীকে শারীরিক মিলনে বাধ্য করে বলে অভিযোগ। বাধা দিলে স্কুলের বন্ধুদের কাছে সব ফাঁস করে দেওয়া হবে বলেও হুমকি দেয় অভিযুক্ত নাবালক।



মন্তব্য চালু নেই