সৌম্যর বলে টানা ৩টি ছক্কা

প্রতিপক্ষ নিউজিল্যান্ডের রানের চাকা মন্থর করতে সৌম্য সরকারের হাতে বল তুলে দিয়েছিলেন মাশরাফি। কিন্তু তার বলে ভালোই খেলা দেখালেন অ্যান্ডারসন। ছক্কার হ্যাটট্রিক করে ফেললেন। ১৭তম ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে ছক্কা হাঁকান তিনি। ওই ওভারে সৌম্য রান দেন ২১ রান।

নিউজিল্যান্ডের স্কোর তখন ১৭.১ ওভারে ৩ উইকেটে ১৫৩। কোরি অ্যান্ডারসন ৬৩ আর কেন উইলিয়ামসন ৫৯ রানে ক্রিজে ছিলেন। বাংলাদেশের পক্ষে রুবেল হোসেন ২টি এবং মোসাদ্দেক হোসেন সৈকত ১টি উইকেট পেয়েছেন।

আজ টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন মাশরাফি মর্তুজা। স্বাগতিক দল বেশ সাবলীলভাবে খেলা শুরু করেছিল। প্রথম জুটিটি ভেঙে দেন রুবেল। তিনি পরের উইকেটটিও নেন। তারপর মোসাদ্দেক নেন এক উইকেট।

বাংলাদেশ দলে মোস্তাফিজ নেই। তাকে বিশ্রামে রাখা হয়েছে। খেলছেন তাসকিন আহমেদ। আগের দুই টি২০ ম্যাচেই নিউজিল্যান্ড জয়ী হয়ে সিরিজ নিশ্চিত করে। এবার বাংলাদেশকে হোয়াইটওয়াশ করা নিশ্চিত করেছে তারা।



মন্তব্য চালু নেই