‘সোহেলকে জেলগেট থেকে তুলে নিয়ে গেছে ডিবি’
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে জেলগেট থেকে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, সবক’টি মামলায় জামিন পেয়ে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসছিলেন হাবিব-উন-নবী খান সোহেল। এ সময় ডিবি পুলিশ পরিচয়ে একদল লোক তাকে তুলে নিয়ে যায়।
তবে আইন-শৃংখলা বাহিনীর কোনো সূত্র এখন পর্যন্ত সোহেলকে আটকের বিষয়টি নিশ্চিত করেনি।
প্রসঙ্গত, সোহেলের বিরুদ্ধে তদন্তাধীন ও অভিযোগ গঠন হওয়া প্রায় ১১০টি মামলা রয়েছে। নাশকতার অভিযোগে ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে তার বিরুদ্ধে এসব মামলা দায়ের হয়।
দীর্ঘদিন আত্মগোপনে থাকা বিএনপির এই নেতা গত ৯ অক্টোবর আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন। সবক’টি মামলায় জামিন পেয়ে মুক্তি লাভের মুহূর্তে ফের আটক হলেন তিনি।
মন্তব্য চালু নেই