সোহরাওয়ার্দী না হলে নয়াপল্টনের অনুরোধ বিএনপির
জানুয়ারির ৫ তারিখ ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আগামীকাল শনিবার (৭ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ডেকেছে বিএনপি। তবে সেখানে এখনো অনুমতি না মেলায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতির অনুরোধ করেছে বিএনপি।
শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে এক যৌথ সভায় এ অনুরোধ জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা সোহরাওয়ার্দী উদ্যান চেয়েছি, এখন পর্যন্ত পাইনি। এখনও যদি অনুমতি দেন, কাল জনসভা সফল করবো। সেখানে না দিয়ে যদি পার্টি অফিসের সামনে দেন, তাহলেও আমরা জনসভা সফল করতে পারবো। আমরা দুটো প্রস্তাবই রাখছি।
ফখরুল বলেন, বিএনপিকে সমাবেশের অনুমতি দিলে সেটা যেন আজ সন্ধ্যার মধ্যেই দেয়া হয়। কারণ, সমাবেশের প্রস্তুতি নিতে যথেষ্ট সময় লাগে। নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে অনুমতি দেয়া হলে কর্মসূচি পালন করা সম্ভব না।
বিএনপির এ নেতা বলেন, আমরা আশা করছি আপনাদের (সরকার) শুভ বুদ্ধির উদয় হবে। আপনারা আমাদের সোহরাওয়ার্দী উদ্যানেই সভা করার অনুমতি দেবেন। এভাবে গণতন্ত্রকে সংকুচিত করবেন না। এভাবে দরজা জানলা বন্ধ করে দেবেন না। দরজা জানালা খুলে দিতে হবে। হাজারটা মত আসবে, পথ আসবে। সেখান থেকেই তো গণতন্ত্র বিকশিত হবে।
দশম সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে বিএনপি। এবার এ দিনটিতে রাজধানীতে দলটি কোন কর্মসূচি না রাখলেও জেলায় জেলায় কালো পতাকা মিছিলের কর্মসূচির পালন করেছে। এছাড়া ৭ জানুয়ারি (শনিবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ডাক দিয়েছে দলটি।
মন্তব্য চালু নেই