সোসিয়েদাদের বিপক্ষে বার্সার প্রতিশোধের ম্যাচ

লা লিগার শেষ দুই রাউন্ডের খেলা শঙ্কায় পড়েছে। তবে শনিবার মাঠে গড়াচ্ছে ৩৬তম রাউন্ড। শিরোপার লড়াইয়ে এ রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলতে নামছে বার্সেলোনা। ক্যাম্প ন্যুয়ে বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হবে ম্যাচটি।

টেলিভিশন স্বত্ত্বের নতুন আইন নিয়ে স্পেনের সরকারের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে আগামী ১৬ মে থেকে ধর্মঘটের ডাক দিয়েছে স্পেনের ফুটবল ফেডারেশন। এর ফলে ১৬ মে থেকে স্পেনের সব ধরনের ঘরোয়া ফুটবলের খেলা বন্ধ হওয়ার উপক্রম!

অবশ্য শনিবার রিয়াল সোসিয়েদাদ-বার্সেলোনা ম্যাচে এর প্রভাব পড়ছে না। তাই শিরোপার লড়াইয়ে এগিয়ে যেতেই মাঠে নামছে লুইস এনরিকের দল। সোসিয়েদাদের সঙ্গে ম্যাচটি অবশ্য বার্সার জন্য প্রতিশোধেরও লড়াই। কারণ দলটির বিপক্ষে শেষ তিন ম্যাচে জয়বঞ্চিত হয়েছে বার্সা। এর মধ্যে দুটিতেই হার এবং একটি ড্র।

এ মৌসুমে ট্রেবল জয়ের লক্ষ্যে বেশ ভালোমতোই এগিয়ে যাচ্ছে বার্সা। এরই মধ্যে কোপা ডেল রের ফাইনালে পৌঁছেছে তারা। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালেও এক পা দিয়ে রেখেছে। ৩৫ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে লা লিগারও শীর্ষে আছে বার্সা। অবশ্য সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। শিরোপার লড়াইয়ে শেষ তিন রাউন্ডের ম্যাচই তাই বেশ গুরুত্বপূর্ণ।

দারুণ ছন্দে থাকা বার্সা গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের সেমির প্রথম লেগে বায়ার্নকে ৩-০ গোলে উড়িয়ে দেয়। বলা যায়, আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি একাই জার্মান দলটিকে বিধ্বস্ত করেন। ম্যাচের শেষ দিকে মাত্র তিন মিনিটের ব্যবধানে মেসি করেন জোড়া গোল। আর অতিরিক্ত সময়ে অপর গোলটি আসে নেইমারের পা থেকে। সে গোলেও আবার অবদান মেসির।

এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে ১১১ গোল করেছেন বার্সার ত্রয়ী মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ। আজ রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষেও একসঙ্গে জ্বলে উঠতে পারেন তারা।



মন্তব্য চালু নেই