‘সোশ্যাল মিডিয়া নয়, সিনেমাতে নিজের মত প্রকাশ করবো’
সব ঘরানার সেলিব্রেটিরা সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেদের মত প্রকাশে ব্যস্ত এবং এতে বিভিন্ন ধরণের বিতর্কেও জড়াচ্ছেন তারা। তবে বলিউড তারকা কঙ্গনা রনৌত কোনো বিষয়ে তার ব্যক্তিগত মত সামাজিক গণমাধ্যমে নয় বরং তার সিনেমার মাধ্যমে প্রকাশ করতে ইচ্ছুক।
সম্প্রতি ভারতে অসহিষ্ণুতা বিষয়ে নিজের মত প্রকাশ করে করন জোহর, শাহরুখ খান, আমির খানের মতো বলিউড শীর্ষ তারকারা বিতর্কে জড়িয়েছেন। সামাজিক গণমাধ্যমে তাদের প্রচণ্ড সমালোচনা হয়েছে। কঙ্গনা এই বিষয়ে বলেন, আপনার বক্তব্য কেউ কিভাবে গ্রহণ করছে সেটা তাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে।
এই কারণে সামাজিক ‘গণমাধ্যমে’ নিজের মতামত প্রকাশ করতে পছন্দ করেন না কঙ্গনা কারণ এতে বিভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষ তার কথার ভিন্ন অর্থ করতে পারে। তিনি বলেন. আমি সোশ্যাল মিডিয়া খুব বেশি ব্যবহার করি না। এই প্ল্যাটফর্মে মানুষ বিভিন্ন ইস্যুতে তার মতপ্রকাশ করে। আমি আমার ধারণা সিনেমার মাধ্যমে প্রকাশ করতে পছন্দ করি। এছাড়া আমার ব্যক্তিগত ভালো লাগা-খারাপ লাগা শুধু আমার কাছের ও প্রিয় মানুষদের জন্য।
মন্তব্য চালু নেই