সোমবার বঙ্গভবনে যাচ্ছে ন্যাপসহ ৩ দল
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে আলোচনা করতে তার সরকারি বাসভবন বঙ্গভবনে যাচ্ছে বাংলাদেশ ন্যাপসহ তিনটি দল। সোমবার সকাল ১১টায় খেলাফত মজসিল, বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ ন্যাপ এবং বিকেল ৫টায় গণফ্রন্ট রাষ্ট্রপতির সঙ্গে এ আলোচনায় বসবে।
নতুন ইসি গঠন নিয়ে এরই মধ্যে ২৩টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছেন রাষ্ট্রপতি। গত ১২ জানুয়ারি ন্যাপসহ আরও ৮টি দলকে বঙ্গভবনে ডাকেন তিনি। সেই ডাকে প্রথম সাড়া দিয়েই সোমবার দল তিনটি বঙ্গভবনে যাচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া জানান, সোমবার বিকেল সাড়ে ৩টায় দলের চেয়ারম্যান জেবেল রহমান গানির নেতৃত্বে ১১ সদস্যর একটি প্রতিনিধিদল বঙ্গভবনে যাচ্ছেন।
মন্তব্য চালু নেই