সোমবার জরুরি সংবাদ সম্মেলন খালেদার

পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেতা খালেদা জিয়া।

সোমবার বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পৌর নির্বাচন নিয়ে আগামীকাল বিকালে জরুরি এক সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন।’

ভোটের দুদিন আগে কী বিষয়ে সংবাদ সম্মেলন, সে বিষয়ে কিছু বলেননি তিনি।



মন্তব্য চালু নেই