সোনু নিগমকে ন্যাড়া করতে ১০ লক্ষ টাকা ইনাম ঘোষণা

আজান নিয়ে টুইটারে কটূক্তি করায় সনু নিগমের বিরুদ্ধে ফতোয়া জারি করল ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ইউনাইটেড কাউন্সিলের সহ-সভাপতি সৈয়দ শাহ আতেফ আলি আল কাদেরি৷ খবর কলকাতা২৪।

মঙ্গলবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘আজান নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন সোনু নিগম৷ যদি কেউ তার মাথা মুড়িয়ে তার গলায় জুতোর মালা পরিয়ে রাস্তায় ঘুরাতে পারে তাহলে তাকে ১০ লক্ষ টাকা নগদ পুরস্কার দেবেন তিনি৷’

আল কাদেরি আরও বলেন কোনো ধর্মকে আঘাত করার অধিকার গায়কের নেই৷ তিনি যদি মন্দির বা গির্জা নিয়েও এই ধরনের মন্তব্য করতেন তাহলে সেক্ষেত্রে একই কথা বলতেন তিনি৷

সোমবার নিজের টুইটারের ওয়ালে আজান নিয়ে একটি মন্তব্য পোস্ট করেন সোনু নিগম৷ তিনি তাতে লিখেছিলেন, আমি মুসলমান নই৷ প্রতিদিন আজানে আমার ঘুম ভাঙে৷ কবে দেশে এই ধর্ম নিয়ে জোরজার বন্ধ হবে? সোনু নিগমের এমন মন্তব্যের পরেই দেশজুড়ে হই চই পড়ে যায়৷ প্রশ্ন ওঠে এমন মন্তব্য সোনু করতে পারেন কিনা৷ এরপরেই এদিন এমন ফতোয়া দিলেন ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ইউনাইটেড কাউন্সিলের সহ-সভাপতি৷

এদিকে এই বিষয়ে বুধবার ফের একটি টুইট করেন সনু। সেখানে দাবি করেন, তিনি যা বলেছেন তা ভুল নয়৷ এর জন্য কেন তাকে ক্ষমা চাইতে হবে তা নিয়েও প্রশ্ন তোলেন সোনু নিগম৷



মন্তব্য চালু নেই