সোনার বাংলাদেশ
সোনার বাংলাদেশ
নাজমুল ইসলাম মকবুল
সোনার বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ
সোনার বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ
আমার দেশের রূপের জাদু পাগল করে বেশ।।
পদ্মা মেঘনা যমুনা আর সুরমা কুশিয়ারা
একেক সময় একেক রূপে করে মাতোয়ারা
আমার দেশের মতো এমন নেইযে কোন দেশ।।
আমার দেশের পাহাড় টিলা মনোমুগ্ধকর
সোনার ফসল পাখপাখালি দেখতে মনোহর
কোথাও খুঁজে আর পাবেনা এমন রূপের দেশ।।
আমার দেশে ছয় ঋতুতে কতই রূপের খেলা
রূপের জাদু জুড়ায় পরান সকাল সন্ধ্যা বেলা
নাজমুল বলে যতই দেখি হয়না দেখার শেষ।।
মন্তব্য চালু নেই